
সোমবার ০৫ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: বিগত কয়েক সপ্তাহে খারাপ ফলের পর খানিকটা স্বস্তি জাগিয়েও ফের আগের অবস্থায় ফিরল শেয়ার বাজার। খানিকটা উন্নতি করেও স্টক মার্কেট রইল আগের জায়গায়।
মঙ্গলবার দিনের শুরুতেই সেনসেক্স খানিকটা উপরের দিক থেকেই শুরু করে। সেনসেক্স শুরু হয় ৭৮,২৯৬ থেকে এবং সেখান থেকে এসে দাঁড়ায় ৭৮,৭৪১ পয়েন্টে। ফলে বিনিয়োকারীদের খানিকটা হলেও স্বস্তি মেলে।
অন্যদিকে খানিকটা হলেও স্বস্তি দিয়েছে নিফটিও। সেখানেও দেখা গিয়েছে ২৩,৮৬৯ পর্যন্ত পয়েন্ট উঠেছে। তবে সেখান থেকে ফের তৈরি হয় সমস্যা। দেখা গিয়েছে সেনসেক্স ৮০০ পয়েন্ট নিচের দিকে চলে যায়। ফলে সেখানে সেনসেক্সের মোট পয়েন্ট হয়ে যায় ৭৭,৯১২। অন্যদিকে নিফটিও খানিকটা ফের নিচের দিকে চলে গিয়ে হয় ২৩,৬২৭ পয়েন্ট।
ব্যাঙ্ক নিফটিও দিনের শুরুতে আশা জাগিয়েও ফের নিচের দিকে চলে যায়। যেখানে দিনের শুরুতেই এটি ছিল ৫২,০৬৩ পয়েন্ট। সেখান থেকে নিচের দিকে নেমে আসে ৫১,৫৩৪ পয়েন্ট। ফলে এখানে দেখা গেল ৫০০ পয়েন্ট নিচের দিকে চলে গেল।
শেয়ার বিশেষজ্ঞরা মনে করছেন মার্চ মাসের এটি শেষ সপ্তাহ। ফলে সেখান থেকে বাজার খানিকটা নিচের দিকে থাকবে। এপ্রিল মাস থেকে নতুন বছর শুরু হবে। ফলে সেখান থেকে ফের ধীরে ধীরে বাজার চাঙ্গা হতে শুরু করবে।
রিলায়েন্স সহ বাকি প্রতিষ্ঠানগুলির শেয়ার নিচের দিকে থাকার ফলে সেখানে বাজার নিচের দিকে রয়েছে। পাশাপাশি ২ এপ্রিল থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফ নীতি খানিকটা হলেও বাজারে প্রভাব ফেলেছে। ২০২৫ সালের প্রথম তিন মাসে তেমন লাভের মুখ দেখতে পারেনি ভারতের শেয়ার বাজার। তবে এখানে আশাহত হওয়ার কোনও কারণ নেই। এপ্রিল মাস থেকে ফের বাজার ঘুরে দাঁড়ানোর দিক থাকছে।
অন্য আরেক দল বিশেষজ্ঞ মনে করছেন, যেভাবে চলতি বছরে খারাপ শুরু করেছে ভারতের শেয়ার বাজার সেখান থেকে যদি ঘুরে যেতে হয় তাহলে বাজারকে নতুন কিছু করে দেখাতে হবে। নাহলে বছরের বাকি সময়টা বিনিয়োগরাকীদের মুখ ভার হয়েই থাকবে।
ডিজিটাল সোনা কিনলে অতিরিক্ত মুনাফা, জানুন কী কী লাভ? কিনার পদ্ধতি...
এপ্রিল মাসে জিএসটি আদায়ে নতুন রেকর্ড, কোন রাজ্যে কত শতাংশ জেনে নিন এখনই
ইউপিআই লেনদেন এবার আরও সহজ, ১৬ জুন থেকে কী বদল? জেনে নিন
৫০ বছর বয়সেই নিতে পারেন অবসর, কোথায় বিনিয়োগ করবেন দেখে নিন এখনই
সুদের হারে বড় বদল, ফিক্সড ডিপোজিটে বিনিয়োগের আগে দেখে নিন নতুন হিসেব
আরও সোনা মজুত করছে আরবিআই, কারণ জানলে আকাশ থেকে পড়বেন
‘শিগগিরই আসছি তোমার কাছে…’ ইরফানের মৃত্যুবার্ষিকীতে বাবিলের হৃদয়মথিত কবিতা, পড়ে চোখ ভিজল নেটপাড়ার
ফের কর্মী ছাঁটাই করল ইনফোসিস, কী কারণ দেখাল এই প্রতিষ্ঠান
সোনার দাম আর বাড়বে না! কী বলছেন বিশেষজ্ঞরা